search the site
CORRUPTION IN BANGLADESH SHIPPING
Bangladesh is a unique nation where corruption is as rampant as its development. This country could develop at a faster rate if the government’s primary objective was to eradicate exploitation in every sector. Whether it is a policy towards expansion of Marine Academies, Maritime University, Bangladesh Shipping Corporation, Shipping Ministry or private ship building industries; corruption is everywhere. A few of the junior alumni of the Bangladesh Marine Academy tirelessly worked to attract attention of the authorities towards maritime training and subsequent employment. Employment of officers in the maritime industry was always a respectable business but greed and exploitation has destroyed this sector. Now it has become doubtful whether we could revive the respect and rejuvenate the employment sector of the shipping business. It requires direction action from the Prime Minister’s office as all organizations between that office and the applicable sectors have been weakened. Unfortunately the seniors from the same academy were either involved in this racket or are quiet due to fear of reprisal. If we do not open up and take action, the industry will be ruined.
Please view two news clips from Jamuna TV that gives a perspective on the corruption issue.
2016-10-23 10:47 GMT+06:00 Imran Wahid Emon <[email protected]>:
আমরা গত তিন বছর যাবত মেরিটাইম সেক্টরের বিভিন্ন অনিয়ম প্রতিরোধ ও সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে গত বছর ২০১৫ সালে যমুনা টিভি এর ক্রাইম প্রোগ্রাম “360 Degree” –তে মেরিটাইম সেক্টরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে “জাহাজে আদার ব্যাপারী-১” https://youtu.be/Efyt5b-Ouxc এবং “জাহাজে আদার ব্যাপারী-২” https://youtu.be/vZip8BGT2GI নামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়। যার ফলশ্রুতিতে শিপিং অফিসে আমূল পরিবর্তন সম্ভব হয়। সাম্প্রতিক সময়ে transparency International Bangladesh প্রতিবেদন দুটিকে তাদের তালিকার শীর্ষে রেখেছে। এবং এরই ধারাবাহিকতায় এই কাজের জন্যে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক মো. আলাউদ্দিন আহমেদ অপূর্ব।
https://www.facebook.com/apurba.alauddin/videos/10210690246762705/
Ex-Cadets Of Bangladesh Marine Academy এই ব্যানার এর মাধ্যমে ৩বছর আমরা জুনিয়র ফোরাম অনেক কষ্ট করে এই প্রতিবেদন করার জন্য প্রতিদিন তাদের অফিস থেকে শুরু করে টেলিফোন আরও কত কিছু করেছিলাম তা শুধু প্রতিবেদক আর আমরা জানি। অথচ আমাদের মধ্যে এমন অনেক সিনিওর আছেন যারা একটা টেলিফোন করে এগুলো ব্যবস্থা করতে পারতেন। দুর্ভাগ্য অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমরা দমে যাইনি। চেষ্টা করেছি সত্যটুকু প্রকাশ করার । এই পুরস্কার আমরা মনে করি আমাদের এই কাজগুলোকে স্বীকৃতি দেওয়ার শামিল।
আমরা আশা করব আপনাদের অব্যাহত সহযোগিতা এইসব কাজগুলার সফল মঞ্ছায়কদের আরও অনুপ্রেরনা জগাবে।
ইমন
৪৭ ব্যাচ