রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহনে কেনা হচ্ছে ১৬টি জাহাজ

Comments Off on রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহনে কেনা হচ্ছে ১৬টি জাহাজ

rampal-coal-ship

রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহনের জন্য ১৬টি জাহাজ ক্রয় করছে সরকার। এর মধ্যে ছয়টি সমুদ্রগামী বড় জাহাজ (মাদার ভেসেল) এবং বাকি ১০টি লাইটারেজ জাহাজ (ছোট জাহাজ)। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শিপিং করপোরেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উত্থাপিত প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে প্রতিমাসে সাড়ে ৪ লাখ মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। এই কয়লা পরিবহনের জন্য ইতোমধ্যে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির সঙ্গে বিএসসির চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ইতোমধ্যে বিদেশ থেকে ওই কয়লা আমদানির জন্য ৬টি মাদার ভেসেল ও ১০টি লাইটারেজ জাহাজ ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে। কমিটি ক্রয় প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণের সুপারিশ করেছে বলেও বৈঠক সূত্রে জানা গেছে।

কমিটি সূত্র জানায়, বৈঠকে মংলা বন্দরের বিদ্যমান সমস্যা সমাধান ও উন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোচনা হয়। আলোচনা শেষে কমিটি মংলা বন্দরে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। আর বন্দরসমূহের যন্ত্রপাতি ক্রয়ে বিদ্যমান নীতিমালা অনুসরণের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম। বৈঠকে কমিটি সদস্য নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. নূরুল ইসলাম সুজন, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম (আনার) ও মমতাজ বেগম অংশ নেন।

/ইএইচএস/এমও/আপ-এসএনএইচ/

 

Comments are closed.