IMO Ambassador Sajid Hossain – Commandant Bangladesh Marine Academy

1 comment

আইএমওর দূত হলেন মেরিন অ্যাকাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন

sajid hossain

বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মেরিটাইম অ্যাম্বেসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি আইএমও মহাসচিব কিটান লিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাজিদ নিজেই।

দূত হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএমও মেরিটাইম অ্যাম্বেসেডর স্কিম একটি নতুন ধারণা। আমি বাংলাদেশে আইএমওর একজন দূত হিসেবে কাজ করব। নবীন প্রজন্মকে মেরিটাইম বিশ্বে অংশীদার হতে আগ্রহী করে তোলাই আমার মূল কাজ।”

সাজিদ জানান, সমুদ্রে নৌ-চালনা ও নৌ-প্রকৌশলীদের পাশাপাশি ভূমিতে বন্দর ব্যবস্থাপনা, নৌ-স্থাপত্য ও জাহাজ নির্মাণ, নৌ-আইন, নৌ-পরিবেশ, অগভীর সমুদ্রে অনুসন্ধান এবং মৎস্য আহরণসহ নানা পেশা রয়েছে।

“এসব বিষয়ে অনেকেই জানেন না। জাহাজে প্রচুর সংখ্যক চিকিৎসক কাজ করেন। সেটাও বাংলাদেশের অনেকের কাছে অজানা।”

আইএমও অ্যাম্বাসেডর হিসেবে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেরিটাইম ক্ষেত্রে নানা পেশাগত কাজের সুযোগের বিষয়ে জানানোর লক্ষ্যে কাজ করবেন বলেও জানান সাজিদ হোসেন।

তাকে নিয়ে বিশ্বে আইএমওর মেরিটাইম অ্যাম্বাসেডর ৩৩ জন।

 

  1. Its a great honor. I feel proud for my school friend.