search the site
Banglar Shikha sinking in the Bay of Bengal with 40 on board
৪০ জনকে নিয়ে মাঝসাগরে জাহাজের ইঞ্জিন বিকল
চট্টগ্রাম : বঙ্গোপসাগরের আলফা ইনকারেজে বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন একটি জাহাজ ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। উত্তাল সাগরের ঢেউয়ে জাহাজটি টলমল করছে। যেকোনো মুহূর্তে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাহাজে নারী নাবিকসহ ৪০ জন আরোহী রয়েছে বলে জানা গেছে।
শনিবার (২১ মে) পৌনে ১২টার দিকে ঘূর্ণিঝড় রোয়ানু কবলে পড়ে জাহাজটি। বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন কর্ণফুলি নদীতে অবস্থান করা আরেকটি জাহাজের ক্যাপ্টেন কুসুম দাস।
তিনি জানান, বাংলার শিখা নামে এই জাহাজটির ক্যাপ্টেন তার পরিচিত। ওই ক্যাপ্টেন তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা ৮ থেকে ১০ জন লোক প্রচণ্ড কান্নাকাটি করছেন। জাহাজটি এখন ৪৫ ডিগ্রি কাত হয়ে গেছে। যে কোনো সময় ডুবে যেতে পারে।
এদিকে জাহাজটিকে উদ্ধার করতে যেতে পারছে না কোস্টগার্ড কিংবা অন্যকোনো উদ্ধারকারী দল। তবে সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বাংলার খাদেম ওই জাহাজটিকে উদ্ধারে রওনা হয়েছে বলে জানা গেছে।
তবে বন্দর কন্ট্রোলরুম থেকে জানানো হচ্ছে, তারা এরকম কোনো খবর পাননি।
পৌনে ১২টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হেনেছে। উপকূলে ১৫ থেকে ২০ ফুট উঁচু ঢেউ উঠছে। ৮০ কিমি গতিবেগে বইছে ঝড়ো হাওয়া।
বাংলামেইল২৪ডটকম/ এডি/ ইউএস