search the site
Marine Examiner Najmul questioned by ACC
সমুদ্র পরিবহনের পরীক্ষক নাজমুলকে জিজ্ঞাসাবাদ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমুদ্র পরিবহন অধিদফতরের পরীক্ষক নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে জিজ্ঞাসাবাদ করেন। উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ১৪ অক্টোবর পরীক্ষক নাজমুলের বিরুদ্ধে এ সব অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এরই ধারাবাহিকতায় গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়
অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, সমুদ্র পরিবহন অধিদফতরের পরীক্ষক নাজমুল হকের বিরুদ্ধে সনদ বাণিজ্যের অভিযোগ রয়েছে। ঘুষের বিনিময়ে তিনি সার্ভে ফিটনেস সনদ প্রদান, অযোগ্য জাহাজের রেজিস্ট্রেশন প্রদান করেন। এ সব কাজে তিনি ঘুষ নেন।