Marine Academy alumni made a human chain in front of the press club, Dhaka December 5, 2014

Comments Off on Marine Academy alumni made a human chain in front of the press club, Dhaka December 5, 2014

press_bg_banglanews24_697791111ঢাকা: নয় দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ মেরিন একাডেমির সাবেক ক্যাডেটরা।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ক্যাডেট জাহিদ হাসান, ইসমাইল মোর্শেদ, সালেহ আহমেদ রানা, পারভেজ রহমান প্রমুখ।

মানববন্ধনে ৯টি দাবি তুলে ধরা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- সমুদ্রচারীদের ভিসা জটিলতা দূর করা, বিশ্বের যেকোনো বন্দর থেকে জাহাজে যোগদানের নিশ্চয়তা প্রদান, সঠিক পরিসংখ্যান ও বাস্তবতা বিবেচনা করে বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেট সংখ্যা কমানো, ভবিষ্যতে বাংলাদেশ মেরিন একাডেমির ক্যাডেট জব প্লেসমেন্টের নিজস্ব ম্যানিং এজেন্সি স্থাপন করা।

যেসব বেসরকারি প্রতিষ্ঠান প্রতিশ্রুতি অনুযায়ী জবপ্লেসমেন্টে ব্যর্থ, শিগগিরই তাদের অনুমতি বাতিলের দাবিও জানানো হয় মানববন্ধনে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

Source: Banglanews24.com

Comments are closed.