search the site
আলাদা থাকছে মেরিন একাডেমী ও মেরিটাইম ইউনিভার্সিটি
বাংলাদেশ মেরিন একাডেমীকে বিলুপ্ত করে শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির সাথে একীভূত করে ফেলার যে কথা শুনা গিয়েছিল তা হচ্ছেনা বলে জানা গেছে। ফলে জুলদিয়ার বুকে ঠাই পেতে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী ঐতিহ্যবাহী একাডেমীটি কর্ণফু্লী নদীর তীরে থাকছে আপন মহিমায়। একাডেমীর সূত্র মতে, মেরিন একাডেমী ও মেরিটাইম ইউনিভার্সিটির কার্যক্রম আলাদাই থাকবে তবে শুধুমাত্র প্রশিক্ষণরত ক্যাডেটদের বিএমএস ডিগ্রী আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হলেও এখন তা মেরিটাইম ইউনিভার্সিটির অধীনে হবে । একই নিয়মে একই জায়গায় অব্যাহত থাকবে মেরিন একাডেমীতে ক্যাডেট ভর্তি ও প্রশিক্ষণ। আর মেরিটাইম ইউনিভার্সিটি ঢাকা বা চট্টগ্রামের আলাদা কোন স্থানে পরিচালিত হবে। নৌ ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উভয় প্রতিষ্ঠানের অথোরিটি ও কার্যক্রম হবে ভিন্ন। উল্লেখ্য বাংলাদেশ মেরিন একাডেমী ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পুরো পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে সবচেয়ে নান্দনিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য্য ঘেরা কর্ণফুলী নদীর অববাহিকায়। শতাধিক একর জমির উপর ছোট বড় পাহাড়ি টিলার খাঁজে খাঁজে গড়া এই একাডেমীর বিলোপের কথা শুনে একাডেমী প্রেমীদের মধ্যে বেশ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছিল।