search the site
Mariner’s forum: The items for the press conference
Press conference এ যা যা দাবি তুলে ধরা হয়েছে।
১। সমুদ্রচারীদের ভিসা জটিলতা অবিলম্বে দূর করতে হবে। বিশ্বের যেকোনো বন্দর থেকে জাহাজে যোগদানের নিশ্চয়তা প্রদান করতে হবে।
২। সঠিক পরিসংখ্যান ও বাস্তবতা বিবেচনা করে বাংলাদেশ মেরিন একাডেমী তে ক্যাডেট সংখ্যা কমাতে হবে। আগের ক্যাডেটদের চাকুরি না হওয়া পর্যন্ত প্রয়োজনে একাডেমী কয়েক বছর বন্ধ রাখা হোক।
৩। ভবিষ্যতে বাংলাদেশ মেরিন একাডেমীর ক্যাডেটদের জব প্লেসমেন্টের জন্য নিজস্ব ম্যানিং এজেন্সি স্থাপন করা হোক যেন পাসিং আউটের আগেই নিয়োগ নিশ্চিত হয়।
৪। যেসব প্রাইভেট প্রতিষ্ঠান প্রতিশ্রুতি অনুযায়ী জব প্লেসমেন্টে ব্যর্থ, অনতিবিলম্বে তাদের অনুমোদন বাতিল করা হোক।
৫। জাল সিডিসি ও সার্টিফিকেটের মাধ্যমে নিয়োগ বন্ধ করার পাশাপাশি এই কাজে জড়িত দোষী এজেন্সীর অনুমোদন অনতিবিলম্বে বাতিল করা হোক। জাল সনদে নিয়োগ রোধে আন্তর্জাতিক এয়ারপোর্টেই সব সনদ যাচাইয়ের জন্য আলাদা বুথ এবং মেশিন রিডেবল সিডিসি চালু করা হোক।
৬। বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় শিপিং কোম্পানিকে এদেশে অফিস স্থাপন ও মেরিনার নিয়োগে আহবান জানানোর ব্যবস্থা নেয়া হোক। পানামা, লাইবেরিয়া, বাহামাস, সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে অবিলম্বে মেরিটাইম কাউন্সিলর নিয়োগ দেয়া হোক।
৭। প্রতি তিন মাসে অন্তত একবার মেরিনারদের সমস্যা, সমাধান, অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে নৌপরিবহন মন্ত্রী ও সচিবদের র উপস্থিতিতে সরাসরি বৈঠকের আয়োজন করার ব্যবস্থা নিতে হবে যেখানে বাংলাদেশের যেকোনো সিডিসিধারী সরাসরি তার মতামত দিতে পারবে।
৮। এসআইডি (SID) ছাড়া কোন ধরনের অনাপত্তিপত্র (NOC) দেয়া থেকে বিরত থাকতে হবে।
৯। নৌ পরিবহন মন্ত্রনালয়, শ্রম মন্ত্রনালয় এবং পররাষ্ট্র মন্ত্রনালয়কে একসাথে হয়ে মেরিন সেক্টরের যাবতীয় সমস্যা গুলো দূর করার জন্য কাজ করতে হবে।
Very good step taken. Needs serious and continuous follow up for result.
former Commandant, BMA
Do this press conference took the eyes of respective departments of government? Was there anyone to follow up the matters? How we could be updated on the outcome? Was there any institution/organisation supporting the need.