search the site
The state of employment for Bangladeshi officers
By: Raihan Shaon’
বাংলাদেশের ship আছে ৬৭টা… স্ক্র্যাপ্ট ৭টা, থাকলো ৬০টা…
nothing to be happy… কারন এই লিস্ট MV Hope ডোবার ও
অনেক আগের…… বসুন্ধরার ship দেখাচ্ছে ৬টা,
আছে আসলে ৫টা, SR এর দেখাচ্ছে ১৮টা, আছে ১৪টা,
HRC-র ship ১টাও নাই, মানে মেইন ইঞ্জিন চলেনা……
BSC এবং অন্য কোম্পানির ship এভাবে হিসাব
করে পেয়েছি ৪৫টা(highest)
৪৫ মানেই ইঞ্জিন ৯০, ডেক ৯০ না…… কিছু ship
১টা ১টা ক্যাডেট ও আছে, উদাহরণ 48th ব্যাচেই
আছে তাও আমি ১৮০ টা সিট ধরলাম। K LINR, WALLEM,
UNICORN মিলে ২০০ ধরলাম… হে হে হে…… ২০০ জন
খুশি হইয়া গেছে…… ভাই আমার, আপনাদের অবগতির জন্য
জানাইলাম, খালি আবুল খায়ের এর 4 টা ship ৮+৮… এই
১৬ টা একাডেমী থেকে নেয়, বাকি সব কোম্পানিতেই
private academy-র ক্যাডেট নেয়…
মানে তারা টাকা খরচ করে ঢুকে পরেন যেকোন ভাবে……
২:১ ও যদি ধরি, আর ও কমই ধরলাম private academy-র
ক্যাডেট এই সব কোম্পানিতে…… তাতেও আমাদের
১৫০টা ক্যাডেট ship পায় না এই বছরে যেখানে total
ক্যাডেট (৩১২+)…… পরের বছর পাবে তার
নিশ্চয়তা নাই……
এবার অন্য topic, ফালতু মনে হইলেও আসলে ফালতু না,
তা লেখা শেষে বুঝাইয়া দিচ্ছি…
49th থেকে কাহিনী আর ও করুণ… কারন আবুল খায়ের আর
K LINE একাডেমী ক্যাডেট নিবেনা, আবুল খায়েরে কোন ১
private academy থেকে নিবে আর K LINE যাবে পুরাটা হক
এন্ড সন্স এ…… 49th এ আছে (২৭০+)……
তো পরের বছরের বেকার (২৭০+) কারন আগের বছরের ১৫০
রয়ে গেছে …… তার পরের বছর বের হবে ৫০তম ব্যাচের ৩৫০
টা… ওই বছর চাকরি পাবে ১৫০টা,
বাকি থাকবে তাইলে ২৭০+(৩৫০–১৫০)২০০=৪৭০… ৫১তম
তে নাকি ৫৫০টা নিবে, আর হিসাব না করলাম,
মানে জুনিওরদের কোন future নাই, এত্ত কথা কেন বললাম
জুনিয়র নিয়া, কারন, SR 44th রে (৩০০+)$ দিতে চেয়েছিল,
ক্যাডেট বেড়ে যাওয়ায় এখন 48th ১৬০$…
এভাবে ক্যাডেট বাড়ছে so officer ও বাড়ছে…. সিপ কিন্তু
বাড়ছেনা SR 44th এর SIR দের COC-র পরে offer করছিল
৮০০$…… 48th যখন COC দেবে তখন কত offer
করবে তা চিন্তা করতে পারা যায়?? শুধু SR এর উদাহরণ
দিলাম, বাকি গুলা একই নিয়মেই চলছে…
বিঃ দ্রঃ private academy বলে আমি ওদের অসম্মান
করবনা কখনই, কিন্তু কথা হচ্ছে, আপনি বাচলে বাপের
নাম… আমি ভর্তি পরীক্ষা দিয়ে ওদের মেধায় পিছনে ফেলে,
এবং ২ বছর কতটা পাড় করে বের হয়েছি তা আমিই জানি…
সত্যি বলতে যখন দেখি যে আমার চাকরিটা ও টাকার
জোরে নিয়ে গেল, তখন সহ্য হয় না…
কোথায় যাব আমরা, দাড়াব কোথায়!!!!
লিখেছেন:রায়হান শাওন
ইনবক্সে পাওয়া