search the site
IRGC Seizes a Third Tanker for Fuel Smuggling After Exploring Shipwrecks Worldwide, I’ve Never Seen Anything as Mind-Blowing as Nat Geo’s Titanic ‘Digital Resurrection’
চট্টগ্রামে হঠাৎ রাশিয়ার যুদ্ধজাহাজ কেন?

চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ। দুপুরে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে নোঙর করে এই জাহাজগুলো। এ সময় সামরিক রীতিতে অভ্যর্থনা জানায় নৌবাহিনীর সুসজ্জিত দল।
উভয় দেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই সফর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করবে। জাহাজ তিনটির সব নাবিক ও ক্রুদের বরণ করে নেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।
এ সফর দুদেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা কর্মকর্তাদের।
source : dailyjanakantha